১৯৩০সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ১টি পাকা ও ১টি অর্ধ পাকা ভবন রয়েছে। প্রাক প্রাথমিক শ্রেণী সহ মোট ৬টি ক্লাস চালু রয়েছে। কর্মরত ও অনুমোদিত শিক্ষকের পদ সংখ্যা ৪টি। বিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম। বৃক্ষরাজিতেসাজানো সবুজ বর্ণেরদক্ষিণের পাশে অবস্থিত বিদ্যালয়ের পরিবেশ শিশুদের মানষিক আনন্দ দান করে
বালাগঞ্জ উপজেলার ১নং উমরপুর ইউনিয়নের মোলস্নাপাড়া গ্রামের শিÿানুরাগী ব্যক্তিদের উদ্যোগে ১৯৩০ইং সালে ১৪শতক ভহমির উপর কাচা ঘর নির্মাণ করে বিদ্যালয়টি প্রথম চালু করা হয়। ১৯৭২ইং সনে জাতীর জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রাথমিক বিদ্যালয় সমূহ যখন জাতীয় করণ করা হয়। তখন ১২নং মোলস্নাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টিও জাতীয় করণ করা হয়। পরবর্তীতে ২০০০ থেকে ২০০১ইং সনে বিদ্যালয়ে একটি পাকা বিল্ডিং নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ২০০জন। অনুমোদিত শিÿকের পদ সংখ্যা ৪জন।
১ম শ্রেণী-মোট- ৩৯জন।
২য় শ্রেণী-মোট- ২৩জন।
৩য় শ্রেণী-মোট- ৩৬জন।
৪র্থ শ্রেণী- মোট- ৩৩জন।
৫ম শ্রেণী-মোট- ৩৭জন।
মোট-----১৬৮জন।
০১ | জনাব,ডাঃশফিকুর রহমান চৌঃ |
|
|
০২ | জনাব, মোছাঃ আয়শা খানম |
|
|
০৩ | ,, দিলীপ কুমার ধর |
|
|
০৪ | ,, মোঃ আফজালুর রহমান |
|
|
০৫ | ,, মোঃ খালিকুর রহমান |
|
|
০৬ | ,, মোঃ নুরম্নল ইসলাম |
|
|
০৭ | ,, মোঃ আলিমুল হক |
|
|
০৮ | ,, মোঃ সোনাফর মিয়া |
|
|
০৯ | ,, মোছাঃ ছালেহা বেগম |
|
|
১০ | ,, মোঃ আব্দুল কাদির |
|
|
১১ | ,, মোছাঃ ফরিদা ইয়াসমিন |
|
|
১২ | ,, মোছাঃ জ্যোৎসণা বেগম |
|
সন পাশের হার
২০০৭ ১০০%
২০০৮ ৯১%
২০০৯ ৫৫%
২০১০ ১০০%
২০১১ ৯৫%
উপবৃত্তির সুবিধা ভোগীর সংখ্যা ৭৫জন। একক পরিবার- ৭১জন, একাধিক পরিবার- ২জন। মোট পরিবার- ৭৩জন
অত্র এলাকার ছাত্র-ছাত্রীরা প্রাথমিক শিÿা সমাপ্ত করে উচ্চ শিÿা লাভ করতে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হতে সুনাম এর সাথে সণাতকাত্তর ডিগ্রী লাভ করছে। ইহা বিদ্যালয়ের জন্য এক বিরাট অর্জন।
বিদ্যালয়টিকে ভবিষ্যতে একটি উচ্চ বিদ্যালয়ে পরিণত করতে এলাকাবাসীর চেষ্টা অব্যাহত রয়েছে
ভাল
২০১০সালে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ছাত্র- ফাহিম আহমদ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS